Home » » purbadhala j.m. pilot high school

purbadhala j.m. pilot high school

                        প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত ইতিহাস

  নেত্রকোনা জেলাধীন দুর্গাপুর উপজেলা সদরে মনোরম পরিবেশে ১৯৬৮ সালে এলাকার সকল স্থরের ইসলামী শিক্ষাণুরাগীদের ঐকান্তিক প্রচেষ্ঠা ও আন্তরিক সহযোগীতার ফলে “দুর্গাপুর দ্বীনি ইসলামীয়া মাদরাসা” নামে প্রতিষ্ঠা লাভ করে। তৎকালীন সময়ের প্রতিষ্ঠাতা প্রধান হিসেবে সনাম ধন্য আলেম জনাব মুফতি মফিজুল্লাহ। তার জন্মস্থান ছিল নোয়াখালী। তৎপরবর্তী সময়ে ১৯৭৩ সনে জনাব মাওলানা সুলতান আহম্মেদ উক্ত প্রতিষ্ঠানকে এলাকাবাসীর সহযোগীতায় ক্রমান্বয়ে এগিয়ে নিয়ে যান এবং ০১/০১/১৯৭৭ইং সনে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কতৃক “দুর্গাপুর দ্বীনি দাখিল মাদরাসা” হিসেবে একাডেমীক স্বীকৃতি লাভ করে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনশিক্ষা উপ-পরিচালকের দপ্তর ঢাকা বিভাগ, ঢাকা কতৃক ০১/০১/১৯৮০ইং সনে প্রতিষ্ঠানটি প্রথম এমপিও ভূক্তির আদেশ প্রাপ্ত হয়। দক্ষ ব্যবস্থাপনা, শিক্ষক/কর্মচারী গণের আন্তরিক ভাবে দায়িত্ব পালন এবং এলাকার ধর্মপ্রাণ মসুলমানগণের ঐকান্তিক প্রচেষ্ঠায় এবতেদায়ী সমাপনী পরীক্ষা, জেডিসি পরীক্ষা ও দাখিল পরীক্ষায় প্রতি বছর জি.পি.এ(৫.০০)সহ মেধা ও সাধারণ বৃত্তি পেয়ে আসছে। শিক্ষার গুণগত মান উন্নত হওয়ায় দাখিল স্থরের মাদরাসাটি ০১/০৭/২০১২ইং তারিখে আলিম স্থরে উন্নিত হব। বিগত তিন বৎসরের দাখিল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষামন্ত্রনালয়ের সেকায়েফ প্রকল্পের মূল্যায়নে উপজেলার সেরা মাদরাসা হিসেবে স্বীকৃতি লাভ করে।
শিক্ষায় অগ্রসর সীমান্তবর্তী পাহাড়ী এলাকায় প্রতিষ্ঠান বিদ্যমান হওয়া সত্বেও কাঙ্খিত ফলাফল অর্জনের ধারাবাহিকতা অব্যাহত থাকলে উপজেলা সদরে অবস্থিত “দুর্গাপুর দ্বীনি আলিম মাদরাসা” টি ভবিষ্যতে ফাজিল (ডিগ্রী) মানের মডেল মাদরাসা হিসেবে উপনীত হবে।
ইনশাল্লাহ!    



প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো

 প্রতিষ্ঠানটির মোট জমির পারিমান : ১০২.০ শতাংশ।

ক) অখন্ড-  ১০২.০ শতাংশ
খ) অন্যত্র- ০ শতাংশ

গ) জমির ব্যবহার ও পরিমান : ( শতাংশে)

স্কুল ভবন সমূহ- ২০ শতাংশ,
খেলার মাঠ- ৬০ শতাংশ,
আবাদী – ২২ শতাংশ,
মোট- ১০২.০ শতাংশ।

মোট ভবন সংখ্যা- ৩,
পাকা-১টি, কাঁচা- ২টি

মোট কক্ষ সংখ্যা- ২৩টি
প্রতিষ্ঠানের পুরাতনতম ভবনটি নির্মানের বছর- ২০০৬
প্রতিষ্ঠানের সর্বশেষ ভবনটি নির্মানের বছর- ২০০৬
ভবনটির আয়তন- ৫৪০০ বর্গফুট।
সর্বশেষ নির্মিত ভবন কত তলা : ৩
মোট শ্রেণি কক্ষ- ১৯টি
শিক্ষক মিলনায়তন- ১টি
বিজ্ঞানাগার- ১টি
গ্রন্থাগার-১টি
কম্পিউটার কক্ষ- ১টি

শ্রেণি ভিত্তিক কক্ষ সংখ্যা ও আয়তন:
৬ষ্ঠ- পাকা-২ টি, কাঁচা- ১ টি, আয়তন- পাকা- ১৮০০ বর্গফুট, কাঁচা-৬০০ বর্গফুট
৭ম- পাকা-১ টি, কাঁচা- ২ টি, আয়তন- পাকা- ৯০০ বর্গফুট, কাঁচা-১১০০ বর্গফুট
৮ম-  কাঁচা- ২ টি, আয়তন-  কাঁচা-১১০০ বর্গফুট
৯ম- পাকা-১ টি, কাঁচা- ১ টি, আয়তন- পাকা- ৯০০ বর্গফুট, কাঁচা- ৮০০ বর্গফুট
১০ম-  কাঁচা- ২ টি, আয়তন- কাঁচা-১৪০০ বর্গফুট

খাবার পানির উৎস : নলকূপ
পানির আর্সেনিক পরীক্ষার ফলাফল : আর্সেনিক নেই।

ছাত্রীদের জন্য পৃথক শৌচাগারের সংখ্যা: নতুন -৩টি, পুরাতন- ২টি।
ছাত্রদের জন্য পৃথক শৌচাগারের সংখ্যা: নতুন-২টি, পুরাতন- ৪টি ।
শিক্ষক/কর্মচারীদের পৃথক শৌচাগারের সংখ্যা: পুরাতন- ২টি।

blackword00
 

প্রতিষ্ঠানের লক্ষ্য ও অর্জন

 বিদ্যালয়টি প্রয়োজনীয় উন্নয়ন ঘটিয়ে একটি উন্নত মান সম্পন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত করব।

0 মন্তব্য(গুলি):